Raat Duto Beje Gelo - Original

রাত দুটো বেজে গেল, লক্ষ্মীটি ঘুমোও
রাত দুটো বেজে গেল, লক্ষ্মীটি ঘুমোও

জ্বেলে আর রেখো না গো আলো
গল্পটা বাকি থাকা ভালো
থাক, শেষটুকু কাল না হয় শুনো
তুমি শুনো

রাত দুটো বেজে গেল, লক্ষ্মীটি ঘুমোও
না-না-না-না

দেখো চাঁদটা যে মেঘে গেছে ঢেকে
বাতাসও যে চুপ সেই থেকে
চাঁদটা যে মেঘে গেছে ঢেকে
বাতাসও যে চুপ সেই থেকে
কাল উঠতে যে বেলা হয়ে যাবে
নিজেই লজ্জা তুমি পাবে

লোকে তোমায় বলবে কী?
লোকলাজে জ্বলবে কি?
বাকি কথা কাল না হয় শুনো
তুমি শুনো

রাত দুটো বেজে গেল, লক্ষ্মীটি ঘুমোও
না-না-না-না

শোনো, ওই রাত দুটো বাজে
দুটো কথা শেষ হয় না যে
শোনো, ওই রাত দুটো বাজে
দুটো কথা শেষ হয় না যে
সেই দুটো কথা ভালোবাসা
যেন কোনো স্বপ্নের ভাষা

ছোটো কথার গল্প যে
জীবন বড়ো অল্প যে
শেষটুকু কাল না হয় শুনো
তুমি শুনো

রাত দুটো বেজে গেল, লক্ষ্মীটি ঘুমোও

হে, হে, হে, হে, হে, হে



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link