Chip Khan Tin Daar

ছিপখান তিন-দাঁড়, তিনজন মাল্লা
চৌপর দিন-ভোর দ্যায় দূর-পাল্লা
তিনজন মাল্লা

কঞ্চির তীর-ঘর, ঐ-চর জাগছে
বন-হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে
চুপ চুপ, ওই ডুব দ্যায় পানকৌটি
দ্যায় ডুব টুপ টুপ ঘোমটার বৌটি
রূপশালি ধান বুঝি এইদেশে সৃষ্টি
ধুপছায়া যার শাড়ী তার হাসি মিষ্টি

মুখখানি মিষ্টিরে চোখদু'টি ভোমরা
ভাব-কদমের ভরা রূপ দেখ তোমরা
পান বিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা
রূপশালী-ধান-ভানা রূপ দেখ তোমরা

পান সুপারি! পান সুপারি!
এইখানেতে শঙ্কা ভারি
পাঁচ পীরেরই শীর্ণি মেনে
চলরে টেনে বৈঠা হেনে
বাঁক সমুখে, সামনে ঝুঁকে
বাঁয় বাঁচিয়ে ডাইনে রুখে
বুক দে টানো, বৈটা হানো
সাত-সতেরো কোপ কোপানো

হাড়-বেরুনো খেজুরগুলো
ডাইনী যেন ঝামর-চুলো
নাচতে ছিল সন্ধ্যাগমে
লোক দেখে কি থমকে গেল
জমজমাটে জাঁকিয়ে ক্রমে
রাত্রি এল, রাত্রি এল

ঝাপসা আলোয় চরের ভিতে
ফিরছে কারা মাছের পাছে
পীর বদরের কুদরতিতে
নৌকা বাঁধা হিজল-গাছে

লকলক শর-বন
বক তায় মগ্ন
চুপচাপ চারদিক
সন্ধ্যার লগ্ন
চারদিক নিঃসাড়
ঘোর-ঘোর রাত্রি
ছিপ-খান তিন-দাঁড়
চারজন যাত্রি

জড়ায় ঝাঁঝি দাঁড়ের মুখে
ঝউয়ের বীথি হাওয়ায় ঝুঁকে
ঝিমায় বুঝি ঝিঁঝিঁর গানে
স্বপন পানে পরান টানে
তারায় ভরা আকাশও কি
ভুলোয় পেয়ে ধূলোর 'পরে
লুটিয়ে প'ল আচম্বিতে
কুহক-মোহ-মন্ত্র-ভরে

কেবল তারা! কেবল তারা!
শেষের শিরে মানিক পারা
হিসাব নাহি সংখ্যা নাহি
কেবল তারা যেথায় চাহি
কোথায় এল নৌকাখানা
তারার ঝড়ে হই রে কানা
পথ ভুলে কি এই তিমিরে
নৌকো চলে আকাশ চিরে!

আর জোর দেড় ক্রোশ, জোর দের ঘন্টা
টান ভাই টান সব, নেই উৎকণ্ঠা
চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সার সার
বৈঠৈর ঘায়ে সেই দ্বীপ সব নড়ছে
ভিলভিলে হাঁস তায় জল-গায় চড়ছে

ওই মেঘ জমছে, চল ভাই সমঝে
গান গাও দাও শিশ, বকশিশ! বকশিশ!
খুব জোর ডুব-জল, বয় স্রোত ঝিরঝির
নেই ঢেউ কল্লোল, নয় দুর নয় তীর
নেই নেই শঙ্কা, চল সব ফুর্তি
বকশিশ টঙ্কা, বকশিশ ফুর্তি
ঘোর-ঘোর সন্ধ্যায় ঝাউ-গাছ দুলছে
ঢোল-কলমীর ফুল তন্দ্রায় ঢুলছে

তিনজন মাল্লা
চৌপর দিন-ভোর দ্যায় দূর-পাল্লা
তিনজন মাল্লা
চৌপর দিন-ভোর দ্যায় দূর-পাল্লা
তিনজন মাল্লা
চৌপর দিন-ভোর দ্যায় দূর-পাল্লা



Credits
Writer(s): Dwijendra Lal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link