Amra Bilet Ferta

আমরা বিলেত ফেরতা ক'ভাই
আমরা সাহেব সেজেছি সবাই
তাই কি করি নাচার, স্বদেশী আচার
করিয়াছি সব জবাই

আমরা বাংলা গিয়াছি ভুলি
আমরা শিখেছি বিলিতি বুলি
আমরা চাকরকে ডাকি বেয়ারা
আর মুটেদের ডাকি কুলি

রাম, কালীপদ, হরিচরণ
নাম এসব সেকেলে ধরন
তাই নিজেদের সব ডে, রে ও মিটার
করিয়াছি নামকরণ

আমরা সাহেব সঙ্গে পটি
আমরা মিস্টার নামে রটি
যদি সাহেব না বলে বাবু কেহ বলে
মনে মনে ভারি চটি

আমরা ছেড়েছি টিকির আদর
আমরা ছেড়েছি ধুতি ও চাদর
আমরা hat, boot আর pant, coat পরে
সেজেছি বিলিতি বাঁদর

আমরা বিলিতি ধরনে হাসি
আমরা ফরাসি ধরনে কাশি
আমরা পা ফাঁক করে সিগারেট খেতে
বড্ডই ভালোবাসি

আমরা হাতে খেতে বড়ো ডরাই
আমরা স্ত্রীকে ছুরি-কাঁটা ধরাই
আমরা মেয়েদের জুতো-মোজা
দিদিমাকে জ্যাকেট-কামিজ পরাই

আমাদের সাহেবিয়ানার বাধা
এই যে রংটা হয় না সাদা
তবু চেষ্টার ত্রুটি নেই
Vinolia মাখি রোজ গাদা গাদা

আমরা সাহেবি রকমে হাঁটি
Speech দেই ইংরিজি খাঁটি
কিন্ত বিপদেতে দেই বাঙালিরই মতো
চম্পট পরিপাটি



Credits
Writer(s): Dwijendra Lal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link