Amar Matha Nato Kore

আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে

নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে

আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে

আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবনমাঝে

আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবনমাঝে

যাচি হে তোমার চরম শান্তি
পরানে তোমার পরম কান্তি
যাচি হে তোমার চরম শান্তি
পরানে তোমার পরম কান্তি
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়পদ্মদলে

আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link