Jethay Thake Sabar Adham

যেথায় থাকে
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
সেইখানেতে চরণ তোমার রাজে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে
যেথায় থাকে

যখন তোমায় প্রণাম করি আমি
প্রণাম আমার কোনখানে যায় থামি
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে না যে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে

যেথায় থাকে

অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের
রিক্তভূষণ দীনদরিদ্র সাজে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে
ধনে মানে যেথায় আছে ভরি
সেথায় তোমার সঙ্গ আশা করি
সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে
সেথায় আমার হৃদয় নামে না যে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে

যেথায় থাকে
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
সেইখানেতে চরণ তোমার রাজে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে
যেথায় থাকে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link