Aaj Shraboner Batash Buke

আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায়

আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায়

আজ শুধু মেঘ সাজাই মেঘে
আজ শুধু মেঘ বুকে
আজ শুধু বিষ ঢালবে আকাশ
বিষ মেশানোর সুখে

আজ শুধু মেঘ সাজাই মেঘে
আজ শুধু মেঘ বুকে
আজ শুধু বিষ ঢালবে আকাশ
বিষ মেশানোর সুখে

দাও ঢেলে দাও যে প্রেম আমার
হৃদয় জ্বলে যায়
আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায়

দীগন্তলীন মাঠের উপর
থাকছি আমি শুয়ে
এই কপালের সমস্ত তাপ
বর্ষা দেবে ধুয়ে

দীগন্তলীন মাঠের উপর
থাকছি আমি শুয়ে
এই কপালের সমস্ত তাপ
বর্ষা দেবে ধুয়ে

এর বেশি কি পাওয়ার থাকে?
এর বেশি কে চায়?
আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায়

আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো
সারা আকাশ আমার পায়



Credits
Writer(s): Amit Bandyopadhyay, Saikat Kundu
Lyrics powered by www.musixmatch.com

Link