Anmone Amake Bhabo

তুমি কি এখনো একা বিকেলে
আনমনে আমাকে ভাবো?

তুমি কি এখনো একা বিকেলে
আনমনে আমাকে ভাবো?

তুমি কি এখনো একা বিকেলে
আনমনে আমাকে ভাবো?
দূরে বহুদূর চলে যে এসেছি
কখনো কি তোমাকে পাবো?
তুমি কি এখনো একা বিকেলে
আনমনে আমাকে ভাবো?

কি কথায় ছিল সুখ
হৃদয়েরই একি অনুভবে
দু'জনেরই রাগে অনুরাগে

কি কথায় ছিল সুখ
হৃদয়েরই একি অনুভবে
দু'জনেরই রাগে অনুরাগে
সেদিনেরই সব কিছু
আর কি পাবো?

তুমি কি এখনো একা বিকেলে
আনমনে আমাকে ভাবো?
দূরে বহুদূর চলে যে এসেছি
কখনো কি তোমাকে পাবো?
তুমি কি এখনো একা বিকেলে
আনমনে আমাকে ভাবো?

আকাশের সোনা রঙ
ছুঁয়েছিল তোমাকে আমাকে
আজও সেই রঙ পিছু ডাকে

আকাশের সোনা রঙ
ছুঁয়েছিল তোমাকে আমাকে
আজও সেই রঙ পিছু ডাকে
সে রঙের কাছাকাছি
কবে আমি যাবো?

তুমি কি এখনো একা বিকেলে
আনমনে আমাকে ভাবো?
দূরে বহুদূর চলে যে এসেছি
কখনো কি তোমাকে পাবো?
তুমি কি এখনো একা বিকেলে
আনমনে আমাকে ভাবো?



Credits
Writer(s): Amit Bandyopadhyay, Subha Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link