Ami to Bujhi Na

আমি তো বুঝি না ঠিক
কবে বরষা, কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন

আমি তো বুঝি না ঠিক
কবে বরষা, কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন

খুঁজে খুঁজে মরি মিছে রাত নাকি দিন
খুঁজে খুঁজে মরি মিছে রাত নাকি দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন

আমি তো বুঝি না ঠিক
কবে বরষা, কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন

সবুজ ঘাসে ও কি ভোরের শিশির
নাকি আলোহারা রজনীর আঁখি-নীর
সবুজ ঘাসে ও কি ভোরের শিশির
নাকি আলোহারা রজনীর আঁখি-নীর

এসব যতই ভাবি, তত দিশাহীন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন

আমি তো বুঝি না ঠিক
কবে বরষা, কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন

খেয়ালি বাতাস ডেকে যায়
রেখে যায় চেনা চেনা বাস
খেয়ালি বাতাস ডেকে যায়
রেখে যায় চেনা চেনা বাস

আমার তো পথ নেই, পথের আমি
কিছু মিছে পিছু ডাকে, থমকে থামি
আমার তো পথ নেই, পথের আমি
কিছু মিছে পিছু ডাকে, থমকে থামি

ফিরে এসেই চোখ দেখি, সে আশাও ক্ষীণ
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন

আমি তো বুঝি না ঠিক
কবে বরষা, কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন

আমি তো বুঝি না ঠিক
কবে বরষা, কবে বসন্ত দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন



Credits
Writer(s): Jatileshwar Mukhopadhyay, Jatileswar Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link