Bhalo Lagche

ভালো লাগছে - ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
আলো-আঁধার, নিকট-দূর
আলো-আঁধার, নিকট-দূর
ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙ্গানো সুর লাগছে - ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
INSTRUMENTAL

থেমে থাকা-পথ চলা, বলার খুশীতে কথা বলা
থেমে থাকা-পথ চলা, বলার খুশীতে কথা বলা
মন ঘরে গড়া এ'মধুপুর লাগছে - ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
INSTRUMENTAL

ভালো লাগছে পথ চাওয়া
সময় হারিয়ে যাওয়া
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিন হাওয়া
ভালো লাগছে পথ চাওয়া
সময় হারিয়ে যাওয়া
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিন হাওয়া

মুখে হাঁসি - চোঁখে কাঁদন
কি যাদু মন্ত্রে গড়া বাঁধন
মুখে হাঁসি - চোঁখে কাঁদন
কি যাদু-মন্ত্রে গড়া বাঁধন
শুধু সুধা নয়, সবই মধুর লাগছে - ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা

আলো-আঁধার, নিকট-দূর
আলো-আঁধার, নিকট-দূর
ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙ্গানো সুর লাগছে - ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
INSTRUMENTAL



Credits
Writer(s): Jatileshwar Mukhopadhyay, Jatileswar Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link