Bataas Dake Na

বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাসে না আগের মতো
বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাসে না আগের মতো
পূর্ণিমা চাঁদ দেয় না আলো
তারার চমক লাগে না ভালো
পূর্ণিমা চাঁদ দেয় না আলো
তারার চমক লাগে না ভালো
ঘিরে আসে জমাট অন্ধকার

বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাসে না আগের মতো

ফেলে আসা সে দিন বহুদিনের পরে
বাজালো যে বীণা এ মনেরই ঘরে
ফেলে আসা সে দিন বহুদিনের পরে
বাজালো যে বীণা এ মনেরই ঘরে
পথে ভোলা সে গান আকাশে পেতে কান
পথে ভোলা সে গান আকাশে পেতে কান
শুনি মেঘের আড়ালে ঝংকার

বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাসে না আগের মতো

ওই সবুজ সবুজ আমলকীর বনে
আলো-ছায়া মাখা ওই নদীর কোনে
ওই সবুজ সবুজ আমলকীর বনে
আলো-ছায়া মাখা ওই নদীর কোনে
কেঁদে কেঁদে বাজে রাখালিয়া বাঁশি
কেঁদে কেঁদে বাজে রাখালিয়া বাঁশি
ভেসে আসে চেনা সুর তার

বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাসে না আগের মতো
পূর্ণিমা চাঁদ দেয় না আলো
তারার চমক লাগে না ভালো
পূর্ণিমা চাঁদ দেয় না আলো
তারার চমক লাগে না ভালো
ঘিরে আসে জমাট অন্ধকার

বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাসে না আগের মতো
বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাসে না আগের মতো



Credits
Writer(s): Biswarup Ghoshdastidar
Lyrics powered by www.musixmatch.com

Link