Ja Pakhi Ure Ja Na

যা পাখি, উড়ে যা না
আজ হারাতে নেই মানা, তুই যা উড়ে

খোলা আকাশের নীল খামে
মেঘ লিখেছে বেনামে উড়ো চিঠি

যা পাখি, উড়ে যা না
আজ হারাতে নেই মানা, তুই যা উড়ে

এ বুকের খাঁচা খুলে দিলাম তোকে
জানি যাবি যে, যা উড়ে, থাকিস সুখে
এ বুকের খাঁচা খুলে দিলাম তোকে
জানি যাবি যে, যা উড়ে, থাকিস সুখে

নীল সীমানায় যদি মনে হয়
নীল সীমানায় যদি মনে হয়
ঘরে বন্দি এই বন্ধুকেও তুই দিস ডানা

যা পাখি, উড়ে যা না
আজ হারাতে নেই মানা, তুই যা উড়ে

আমারও আকাশ এখন বন্ধ ঘরে
বন্দি জীবন একা একাই গুমরে মরে
আমারও আকাশ এখন বন্ধ ঘরে
বন্দি জীবন একা একাই গুমরে মরে

উড়ে যেতে চাই তোর সাথে তাই
উড়ে যেতে চাই তোর সাথে তাই
দে না তোর মতো সব হারাবার সেই ঠিকানা

যা পাখি, উড়ে যা না
আজ হারাতে নেই মানা, তুই যা উড়ে

খোলা আকাশের নীল খামে
মেঘ লিখেছে বেনামে উড়ো চিঠি

যা পাখি, উড়ে যা না
আজ হারাতে নেই মানা, তুই যা উড়ে



Credits
Writer(s): Joy Sarkar, Sanjay Banik
Lyrics powered by www.musixmatch.com

Link