Emon Manob Samaj

যেদিন হিন্দু, মুসলমান
যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি-গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?

শুনায়ে লোভের বুলি
শুনায়ে লোভের বুলি
নেবে না কেউ কাঁধের ঝুলি
ইতর আতরাফ বলি
ইতর আতরাফ বলি
দূরে ঠেলে নাহি দেবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?

আমির-ফকির হয়ে একঠাই
আমির-ফকির হয়ে একঠাই
সবার পাওনা পাবে সবাই
আশরাফ বলিয়া রে হায়
আশরাফ বলিয়া রে হায়
ভবে কেহ নাহি পাবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?

ধর্ম, কুল, গোত্র, জাতির
ধর্ম, কুল, গোত্র, জাতির
তুলবে না গো কেহ জিগির
কেঁদে বলে লালন ফকির
কেঁদে বলে লালন ফকির
কে মোরে দেখায়ে দেবে?
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?

যেদিন হিন্দু, মুসলমান
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি-গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?



Credits
Writer(s): Lalan Fakir
Lyrics powered by www.musixmatch.com

Link