Morile Kandishna

মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়

সুরা ইয়াসীন পাঠ করিও
বসিয়া কাছায়
যাইবার কালে বাঁচি না যেন
শয়তানের ধোঁকায়
যাইবার কালে বাঁচি না যেন
শয়তানের ধোঁকায়
মরিলে কান্দিস না আমার দায়

মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়

বুক বান্ধিয়া কাছে বইসা গোছল করাইবা
কান্দনের বদলে মুখে কলমা পড়িবা
বুক বান্ধিয়া কাছে বইসা গোছল করাইবা
কান্দনের বদলে মুখে কলমা পড়িবা রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়

কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায়
কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়

দাফন করিয়া যদি কান্দো আমার দায়
মসজিদে বসিয়া কাইন্দো আল্লারই দরগায়
দাফন করিয়া যদি কান্দো আমার দায়
মসজিদে বসিয়া কাইন্দো আল্লারই দরগায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়



Credits
Writer(s): Giasuddin
Lyrics powered by www.musixmatch.com

Link