Tomar Akhir Moto Akasher Duti Tara

তোমার আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর প্রাণে নিশীথে তন্দ্রাহারা
সে কি তুমি? সে কি তুমি?
তোমার আঁখির মত আকাশের দুটি তারা

ক্ষীণ আঁখি-দ্বীপ জ্বালি বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে খুঁজি তব পথ-রেখা
সহসা দখিন বায়ে চাঁপাবনে জাগে সাড়া
সে কি তুমি? সে কি তুমি?
তোমার আঁখির মত আকাশের দুটি তারা

তব স্মৃতি যদি ভুলি ক্ষণ-তরে ক্ষণ-কাজে
কেন যেন কাঁদিয়া উঠে আমার বুকের মাঝে
সে কি তুমি? সে কি তুমি?

বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে
ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা
সে কি তুমি? সে কি তুমি?

তোমার আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর প্রাণে নিশীথে তন্দ্রাহারা
সে কি তুমি? সে কি তুমি?
তোমার আঁখির মত আকাশের দুটি তারা



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link