Gobhir Nishithe Ghum Bhenge Jay

গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
কে যেন আমারে ডাকে
সে কি তুমি, সে কি তুমি?
সে কি তুমি, সে কি তুমি?

কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে
সে কি তুমি, সে কি তুমি?
সে কি তুমি, সে কি তুমি?

কাহার ক্ষুদিত প্রেম যেন, হায়!
ভিক্ষা চাহিয়া
কাঁদিয়া বেড়ায়

কাহার ক্ষুদিত প্রেম যেন, হায়!
ভিক্ষা চাহিয়া
কাঁদিয়া বেড়ায়

কার সকরুণ আঁখি দুটি যেন
রাতের তারার মত
মুখপানে চেয়ে থাকে
সে কি তুমি, সে কি তুমি?
সে কি তুমি, সে কি তুমি?

নিশীর বাতাস কাহার হুতাশ দীর্ঘ নিশ্বাস সম
ঝড় তুলে এসে অন্তরে মোর; ওগো দুরন্ত মম!
সে কি তুমি, সে কি তুমি?
সে কি তুমি, সে কি তুমি?

মহাসাগরের ঢেউ এর মতন
বুকে এসে বাজে
কাহার রোদন?

পিয়া পিয়া নাম জপে অবিরাম
পিয়া পিয়া নাম জপে অবিরাম
বনের পাপিয়া পাখি
আমার চম্পা শাঁখে
সে কি তুমি, সে কি তুমি?
সে কি তুমি, সে কি তুমি?

সে কি তুমি, সে কি তুমি?
সে কি তুমি, সে কি তুমি?
সে কি তুমি?



Credits
Writer(s): Kamal Dasgupta, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link