E Jeno Sei Chokh

এ যেন সেই চোখ, যার কেউ দেখা পায়নি
আমি যে সেই দিকে তাকিয়ে, যাই দূরে হারিয়ে আজ
জানিনা সেখানে কে জানে কি আছে
এ যেন সেই চোখ, বহু খুজে পাওয়া সেই চোখ
আমি যে সেইদিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে আজ
জানিনা সেখানে কে জানে কি আছে
এ যেন সেই চোখ, বহু প্রেরণার সেই চোখ

তুলি দিয়ে আকা, ভুরু বাকা
যদি যেত তারই কাছে-কাছে থাকা
তুলি দিয়ে আকা, ভুরু বাকা
যদি যেত তারই কাছে-কাছে থাকা
আয় হায়, তবে যে আমার এ হাত দুটি বাড়িয়ে
মন যেত দাঁড়িয়ে আজ
জানিনা সেখানে কে জানে কি আছে
হুম হুম হুম সেই চোখ
বহু প্রেরণার সেই চোখ
আমি যে সেই দিকে তাকিয়ে, যাই দূরে হারিয়ে আজ
যানিনা সেখানে কে জানে কি আছে
এ যেন সেই চোখ, যার কেউ দেখা পায়নি

কিছু কিছু কথা, নীরবতা
কিছু সময় চেয়ে থাকা, ছবি আকা
কিছু কিছু কথা, নীরবতা
কিছু সময় চেয়ে থাকা, ছবি আকা
আয় হায়, এ যেন জীবনের সবটুকু হারিয়ে পাই যেন ফিরিয়ে আজ
জানিনা সেখানে কে জানে কি আছে
হুম হুম হুম সেই চোখ
বহু খুজে পাওয়া সেই চোখ

আমি যে সেই দিকে তাকিয়ে, যাই দূরে হারিয়ে আজ
যানিনা সেখানে কে জানে কি আছে

এ যেনো সেই চোখ, যার কেউ দেখা পায়নি
আমি যে সেইদিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে আজ
জানিনা সেখানে কে জানে কি আছে
এ যেন সেই চোখ, বহু প্রেরণার সেই চোখ



Credits
Writer(s): Subir Sen
Lyrics powered by www.musixmatch.com

Link