Eto Sur Ar Eto Gaan

এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান

কতদিন আর এ জীবন
কত আর এ মধু লগন
কতদিন আর এ জীবন
কত আর এ মধু লগন

তবুও তো পেয়েছি তোমায়
তবুও তো পেয়েছি তোমায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান

আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রাণ
আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রাণ

ক্ষতি নেই আজ কিছু আর
ভুলেছি যত কিছু তার
ক্ষতি নেই আজ কিছু অার
ভুলেছি যত কিছু তার

এ জীবনে সবই যে হারায়
এ জীবনে সবই যে হারায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিওতো ওগো
জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান



Credits
Writer(s): Subir Sen
Lyrics powered by www.musixmatch.com

Link