Dusshopno

খুব আঁধার, বাতাসে লুকানো ছায়াহীন প্রাণ
নীল আলোয় বৃষ্টি ভেজানো পথে সুদূরের ঘ্রাণ
ঝিঁঝিঁ ডাকা সবুজে মাতানো রুপালি এ স্নান
ভেজা আকাশ, নেমে আয় কাছে

কে যেন ডাকে পেছনের পথ ধরে
পিছু ফেরার আগেই ঘুম ভাঙে নিজ ঘরে
প্রতি রাতের মতোই

এ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন এক, প্রতি রাতে আমার ঘরে
এ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন এক, প্রতি রাতে আমার ঘরে

কালো মেঘের আড়ালে সাজানো তারাগুলো ম্লান
মিটিমিটি জোনাকি জ্বলা রাতে আবেগি গান
চারিদিকে শিহরণ জাগানো স্মৃতির অভিমান
দূরে কোথাও ভেসে যায় রাতে

কে যেন ডাকে পেছনের পথ ধরে
পিছু ফেরার আগেই ঘুম ভাঙে নিজ ঘরে
প্রতি রাতের মতোই

এ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন এক, প্রতি রাতে আমার ঘরে
এ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন এক, প্রতি রাতে আমার ঘরে

পিচঢালা এ ক্লান্ত পথে অজানায় পারাবার
ঘুমহারা এ ভ্রান্ত চোখে কে আমি কবেকার
পিচঢালা এ ক্লান্ত পথে অজানায় পারাবার
ঘুমহারা এ ভ্রান্ত চোখে আমি কে কবেকার

কে যেন ডাকে পেছনের পথ ধরে
পিছু ফেরার আগেই ঘুম ভাঙে নিজ ঘরে
প্রতি রাতের মতোই

কে যেন ডাকে পেছনের পথ ধরে
পিছু ফেরার আগেই ঘুম ভাঙে নিজ ঘরে
কে যেন ডাকে পেছনের পথ ধরে
প্রতি রাতের মতোই

এ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন এক, প্রতি রাতে আমার ঘরে
এ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন এক, প্রতি রাতে আমার ঘরে
এ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন এক, প্রতি রাতে আমার ঘরে
এ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন এক, প্রতি রাতে আমার ঘরে



Credits
Writer(s): Shetu, Tonmoy
Lyrics powered by www.musixmatch.com

Link