Obosheshe

এলবামে
নয়তোবা কোন ডায়রীতে
পড়ে আছে তোমার শেষ চিঠিটি তুমি লিখেছ
ক্ষমা চাই স্বপ্ন ভাঙায়
বড় নিহস্ব মনে হয়
একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে
সব শূন্য মনে হয়
প্রশ্ন জাগে, এতদিন পরে. কি করে হয় সবশেষ

সেই চেনা পথের বাঁক, চেনা পথধুলোর রাশি
চেনা মানুষের স্রোত, বৃষ্টি রোদ চেনা সবই
এখনও চেনা উদাস দুপুর, আকাশে মেঘের হাসি
চেনা অবকাশে দুখের উল্লাসে অবাক আমি

শুধু চেনা হাতের লেখায়, কিছু অচেনা কথা ভাসে
সেই প্রিয় হাতের লেখা আজ বড় অচেনা মনে হয়

বড় নিহস্ব মনে হয়
একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে
সব শূন্য মনে হয়
প্রশ্ন জাগে, এতদিন পরে. কি করে হয় সবশেষ

চেনা রাত্রি জুড়ে জোছনা পেরিয়ে ধুসর স্মৃতি
চেনা উষ্ণ ভোর পাখির আসর চেনা সবই
কখনও সুখস্মৃতিচারণ আজান্তে একটু হাসি
অযথা অভিলাষে অবশেষে একা আমি

সেই প্রিয় হাতের লেখায় কিছু অপ্রিয় কথা ভাসে
সেই চেনা হাতের লেখা আজ বড় অচেনা মনে হয়

এলবামে
নয়তোবা কোন ডায়রীতে
পড়ে আছে তোমার শেষ চিঠিটি তুমি লিখেছ
ক্ষমা চাই স্বপ্ন ভাঙায়
বড় নিহস্ব মনে হয়
একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে
সব শূন্য মনে হয়
প্রশ্ন জাগে, এতদিন পরে. কি করে হয় সবশেষ।।



Credits
Writer(s): Shetu
Lyrics powered by www.musixmatch.com

Link