Baburam Shapure

সাপ খেলা, প্রেম খেলা- একই যেন মনে হয়
সাপের খেলা, প্রেমের খেলা- একই যেন মনে হয়

সাপের বিষে জীবন মিশে
অবুঝ দুই নয়নে নেমে এল পরাজয়

বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ ছেয়ে গেছে জীবন জুড়ে
বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ নামিয়ে দে বীণের সুরে

বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ ছেয়ে গেছে জীবন জুড়ে
বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ নামিয়ে দে বীণের সুরে

কখনো বুঝিনি, কখনো খুঁজিনি সুখ তুমি পেলে কীসে
জ্বালা দিলে আমায়, ব্যথা দিলে আমায়, দংশিলে প্রেমের বিষে
কখনো বুঝিনি, কখনো খুঁজিনি সুখ তুমি পেলে কীসে
জ্বালা দিলে আমায়, ব্যথা দিলে আমায়, দংশিলে প্রেমের বিষে

বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ ছেয়ে গেছে জীবন জুড়ে
বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ নামিয়ে দে বীণের সুরে

বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ ছেয়ে গেছে জীবন জুড়ে
বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ নামিয়ে দে বীণের সুরে

পাইনি কখনও নাগিনী-হৃদয়ের ভালোবাসা তোমার
বিশ্বাস করে নিঃশ্বাস দিলাম আশ্বাসে কী-ইবা পেলাম
পাইনি কখনও নাগিনী-হৃদয়ের ভালোবাসা তোমার
বিশ্বাস করে নিঃশ্বাস দিলাম আশ্বাসে কী-ইবা পেলাম

সাপ খেলা, প্রেম খেলা- একই যেন মনে হয়
সাপের খেলা, প্রেমের খেলা- একই যেন মনে হয়

সাপের বিষে জীবন মিশে
অবুঝ দুই নয়নে নেমে এল পরাজয়

বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ ছেয়ে গেছে জীবন জুড়ে
বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ নামিয়ে দে বীণের সুরে

বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ ছেয়ে গেছে জীবন জুড়ে
বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে?
বিষ নামিয়ে দে বীণের সুরে



Credits
Writer(s): Arman Khan
Lyrics powered by www.musixmatch.com

Link