Mon Moyna

মন রে তুই কাদিস কেনে রে
মন ময়না;
মন রে তুই কাদিস কেনে রে! (২)

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি ব্যারাম দিলে;
ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি ব্যারাম দিলে ।
কি হইল!
কি হইল হিসাব না মিলে মন ময়না;
কি আরাম দিলি রে তিলে ।
কি হইল হিসাব না মিলে মন ময়না;
কি আরাম পাইলি রে তিলে (২)

মন রে তুই কাদিস কেনে রে
মন ময়না;
মন রে তুই কাদিস কেনে রে!

রঙ্গের ঘুড়ি উড়াই দিলি নাটাই ছাড়া;
কত দূরে যাইব ঘুড়ি কে দিব পাহরা ।
রঙ্গের ঘুড়ি উড়াই দিলি নাটাই ছাড়া;
কত দূরে যাইব ঘুড়ি কে দিব পাহরা ।

ওরে তুই রাখলি না তোর ঘুড়ির খবর সুতার তিলে;
ময়না তুই রাখলি না তোর ঘুড়ির খবর সুতার তিলে;

কি হইল হিসাব না মিলে মন ময়না;
কি আরাম দিলি রে তিলে ।
কি হইল হিসাব না মিলে মন ময়না;
কি আরাম পাইলি রে তিলে ।

রঙ্গের বাতি রাঙ্গা মনে রঙ মাখিয়া;
পইড়া রইলি সঙ্গের ডঙ্গে একলা মাতিয়া ।
রঙ্গের বাতি রাঙ্গা মনে রঙ মাখিয়া;
পইড়া রইলি সঙ্গের ডঙ্গে একলা মাতিয়া ।

ওরে তুই স্বপ্না দিয়া পাইলি রে তোর রঙ্গের তিলে;
ময়না তুই স্বপ্না দিয়া পাইলি রে তোর রঙ্গের তিলে

কি হইল হিসাব না মিলে মন ময়না;
কি আরাম দিলি রে তিলে ।
কি হইল হিসাব না মিলে মন ময়না;
কি আরাম পাইলি রে তিলে ।

মন রে তুই কাদিস কেনে রে
মন ময়না;
মন রে তুই কাদিস কেনে রে!

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি ব্যারাম দিলে;
ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি ব্যারাম দিলে ।
কি হইল!
কি হইল হিসাব না মিলে মন ময়না;
কি আরাম দিলি রে তিলে ।
কি হইল হিসাব না মিলে মন ময়না;
কি আরাম পাইলি রে তিলে (২)



Credits
Writer(s): Arman Khan
Lyrics powered by www.musixmatch.com

Link