Alu Becho

আলু ব্যাচো, ছোলা ব্যাচো, ব্যাচো বাখরখানি
বেচোনা বেচোনা বন্ধু, তোমার চোখের মণি।

কলা ব্যাচো, কয়লা ব্যাচো, ব্যাচো মটরদানা
বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচোনা।

আলু ব্যাচো, ছোলা ব্যাচো, ব্যাচো বাখরখানি
বেচোনা বেচোনা বন্ধু, তোমার চোখের মণি।

ঝিঙে ব্যাচো পাঁচ সিকেতে, হাজার টাকায় সোনা
বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা।

আলু ব্যাচো, ছোলা ব্যাচো, ব্যাচো বাখরখানি
বেচোনা বেচোনা বন্ধু, তোমার চোখের মণি।

ঘরদোর ব্যাচো ইচ্ছে হলে, করবোনাকো মানা
হাতের কলম জনম দুখী তাকে বেচোনা।

আলু ব্যাচো, ছোলা ব্যাচো, ব্যাচো বাখরখানি
বেচোনা বেচোনা বন্ধু, তোমার চোখের মণি।



Credits
Writer(s): Pratul Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link