Tor Sohay

আজও আমি বিকারবিহীন
তবু তোর সহায়
আজও তোর সহায়
আজও আমি যুক্তিবিহীন
বড়ো অসহায়
আজও তোর সহায়

পারি রুখতে এ কান্না
শিথিল-সুপ্ত যত বায়না
কীভাবে লজ্জায় ভাঙে আয়না
জানি না

হৃদয়-আটকে আমরণ
এ প্রেমে বাঁধা রাখবো
কেন এত কান্না বৃথা
এ চোখে?

হৃদয়-আটকে আমরণ
এ প্রেমে বাঁধা রাখবো
কেন এত কান্না বৃথা
এ চোখে?

পারিনি হতে মুক্ত আমি
বড়ো অসহায় আমি এই খাঁচায়
এ মনের গভীর ঘিরে নিজ মন
নিজ প্রাণ
শুধু তোর সহায়
আজও তোর সহায়

হৃদয়-আটকে আমরণ
এ প্রেমে বাঁধা রাখবো
কেন এত কান্না বৃথা
এ চোখে?

হৃদয়-আটকে আমরণ
এ প্রেমে বাঁধা রাখবো
কেন এত কান্না বৃথা
এ চোখে?

হৃদয়-আটকে আমরণ
এ প্রেমে বাঁধা রাখবো
কেন এত কান্না বৃথা
এ চোখে?



Credits
Writer(s): Mainak Roy
Lyrics powered by www.musixmatch.com

Link