Harano Folder (Acoustic)

ছুঁয়ে ফেল
রাখিনি কতদিন তোকে হৃদ মাঝারে
বলে ফেল
তুইও আমার মতনই একা এ আঁধারে

সে ভেজা দুপুরে যখন আচমকা জড়াতো বাজ
কানে দমকা হাওয়া
লুকোচুরিগুলো এখন গেছে পালিয়ে
ঠিক আমরা যেমন কাটিয়েছি সময় সাগর পাড়ে

খুঁজে পেলাম ছবি কিছু হারানো folder-এ
খুঁজে পেলাম ছবি কিছু হারানো folder-এ

লুকিয়ে থাকে এ মনে হারানো folder
রয়েছে এখনো তাতে স্মৃতি তোমার
Camera চোখে তুলেছি অজস্র দুষ্প্রাপ্য মুহূর্ত মূল্যতীত
জীবন সোনালী বটে, নয়তো কী করে
স্মৃতি এত হতো একত্রিত

খুঁজে পেলাম ছবি কিছু হারানো folder-এ
খুঁজে পেলাম ছবি কিছু হারানো folder-এ
খুঁজে পেলাম ছবি কিছু-



Credits
Writer(s): Nilayan Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link