Sabuj Gayer Deshe

মন চলেছে গাঁয়ের দেশে শৈশবের টানে
ঘুম ভাঙত সকাল বেলা দোয়েল শ্যামার গানে
জমির আলে ঘুড়ির লাটাই, ছুটতে থাকি একা
লুকোচুরি খেলার ফাঁকে শেয়াল মামার দেখা
পাটের ফেঁসো, ছেঁড়া কাপড় বেঁধে খেলার বল
মাঠের মাঝে করতো শুরু চাষীর ছেলের দল
বিকেল বেলা বন্ধুরা সব মটর ছোলার ক্ষেতে
রাঙা আলু, শসা খেতো খোশগল্পে মেতে
শহরতলির হিম ঘরে আজ ভাবছি আপন মনে
ছুটছে যেন মনের পাখি সবুজ গাঁয়ের কোণে



Credits
Writer(s): Niladrisekhar Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link