Mishti Bhasar Nadi

বুঝি না কেন তোমরা সবাই ব্যাকরণে ভয় পাও
ব্যাকরণটা মজায় ভরা, একবার খুঁজে নাও
লিঙ্গ, বচন, কারক, রয়েছে বিভক্তি-সমাস
বিপরীতার্থক শব্দ, চেনো এক কথায় প্রকাশ
সন্ধি আছে দুই রকমের, ব্যঞ্জন আর স্বর
ছন্দ জানতে অনুপ্রাস ও বাক্যালংকার পড়ো
মনের ভাবকে গুছিয়ে নিতে সম্প্রসারণ শেখো
জটিলটাকে সহজ করে এক বাক্যে লেখো
অধ্যবসায়-যত্নে সব শিখেই ফেলো যদি
দেখবে তুমি বাংলা ভাষা মিষ্টি একটা নদী



Credits
Writer(s): Niladrisekhar Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link