Purono Kotha

কী হবে আর সেই পুরনো কথা তুলে?
পারো যদি আমার মতো
তুমিও যাও ভুলে

কী হবে আর সেই পুরনো কথা তুলে?
পারো যদি আমার মতো
তুমিও যাও ভুলে

যখন সময় ছিল
তখন কেন ফিরে এলে না?
যে সময় চলে যায়
সে সময় ফিরে আসে না

কী হবে আর সেই পুরনো কথা তুলে?
পারো যদি আমার মতো
তুমিও যাও ভুলে

স্বপ্ন ভাঙার পরে
যে হৃদয় ভেঙে যায় একবার
কখনো লাগে না জোড়া
সে হৃদয় জানি আবার

স্বপ্ন ভাঙার পরে
যে হৃদয় ভেঙে যায় একবার
কখনো লাগে না জোড়া
সে হৃদয় জানি আবার

যখন সময় ছিল
তখন কেন ফিরে এলে না?
যে সময় চলে যায়
সে সময় ফিরে আসে না

কী হবে আর সেই পুরনো কথা তুলে?
পারো যদি আমার মতো
তুমিও যাও ভুলে

সময় বদলে গেলে
মানুষের মন সেও বদলায়
হারানো দিনের স্মৃতি
মুছে যায় অবলীলায়

সময় বদলে গেলে
মানুষের মন, সেও বদলায়
হারানো দিনের স্মৃতি
মুছে যায় অবলীলায়

যখন সময় ছিল
তখন কেন ফিরে এলে না?
যে সময় চলে যায়
সে সময় ফিরে আসে না

কী হবে আর সেই পুরনো কথা তুলে?
পারো যদি আমার মতো
তুমিও যাও ভুলে

যখন সময় ছিল
তখন কেন ফিরে এলে না?
যে সময় চলে যায়
সে সময় ফিরে আসে না

কী হবে আর সেই পুরনো কথা তুলে?
পারো যদি আমার মতো
তুমিও যাও ভুলে



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link