Bristy Veja Shondha

বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি
তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে
তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে
এ কথা ভেবেই কাঁদছি
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি

পারলে কি করে এত ব্যথা দিতে?
আমাকে ফিরিয়ে দিলে নিঃস্ব হাতে
পারলে কি করে এত ব্যথা দিতে?
আমাকে ফিরিয়ে দিলে নিঃস্ব হাতে
এভাবে একা ফেলে কোথায় হারিয়ে গেলে?
এভাবে একা ফেলে কোথায় হারিয়ে গেলে?
এ কথা ভেবেই কাঁদছি
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি

মনকে বোঝাতে পারি না কিছুতে
কি সুখ পাও বলো আমাকে পোড়াতে?
মনকে বোঝাতে পারি না কিছুতে
কি সুখ পাও বলো আমাকে পোড়াতে?
অচেনা মানুষ ভেবে এভাবে পালিয়ে যাবে
অচেনা মানুষ ভেবে এভাবে পালিয়ে যাবে
এ কথা ভেবেই কাঁদছি
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি

বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি
তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে
তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে
এ কথা ভেবেই কাঁদছি
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link