Tumi Jake Bhalobaso (Female Version) - From "Praktan"

তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়

তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল
বাঁচার লড়াই
আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল
কোথায় দাঁড়াই?

কথার ওপর কেবল কথা ceiling ছুঁতে চায়
নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল
এত নরম
শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল
বিপদ বড়ো

কথার ওপর কেবল কথা ceiling ছুঁতে চায়
নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়

তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link