Jatra

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মন মাতবে সবার
চারিদিক দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাতভর ওঠে রোল বাহারে বাহারে বাহ
অপূর্ব রওশন অপেরার যাত্রা
নাচ-গানে ভরপুর যাত্রাপালা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

রাত ভারী হতে থাকে যত
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার
আজকের পালা হবে দেখে যা দেখে যা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

কদমতলীর খোলা মাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়
একঝাঁক ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে
চিৎকার করে বলে হুররে হুররে
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মন মাতবে সবার
চারিদিক দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ
রাতভর ওঠে রোল বাহারে বাহারে বাহ
অপূর্ব রওশন অপেরার যাত্রা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link