Fire Fire Chai

মনে পড়ে?
প্রথম প্রেমের শর্তটা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরতা?

মনে পড়ে?
প্রথম প্রেমের শর্তটা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরতা?

তুমি দিয়েছো আঘাত
এই চোখে জলস্রোত
ভুলতে তোমায় পারি না

পিছু ফিরে ফিরে চাই
শুধু আঁধারে হারাই
চাঁদের দেখা মেলে না

মনে পড়ে?
প্রথম প্রেমের শর্তটা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরতা?

বিষণ্ণ প্রহর
পাতা ঝড়া ভোর
বিনি সুতোয় বুনে চলে
স্মৃতিরই চাদর

উদাস এই জীবন
সে তো তোমারই কারন
ক্ষয়ে ক্ষয়ে যায় আমার ধূষর এই মন

তুমি দিয়েছ আঘাত
এই চোখে জলস্রোত
ভুলতে তোমায় পারি না

পিছু ফিরে ফিরে চাই
শুধু আঁধারে হারাই
চাঁদের দেখা মেলে না

মনে পড়ে?
প্রথম প্রেমের শর্ত টা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরতা?

নিঃসঙ্গ একা
স্মৃতির ধুপ-শিখা
পোড়ায় তবু তোমার পাই না দেখা

ব্যথার গাংচিল
খোঁজে সুখ নীল
মেঘে ঢাকা আকাশে হয়েছে বিলীন

তুমি দিয়েছ আঘাত
এই চোখে জলস্রোত
ভুলতে তোমায় পারি না

পিছু ফিরে ফিরে চাই
শুধু আঁধারে হারাই
চাঁদের দেখা মেলে না

মনে পড়ে?
প্রথম প্রেমের শর্তটা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরতা?

মনে পড়ে?
প্রথম প্রেমের শর্তটা
চলে গেছো নিয়ে দেওয়া কথা
এ কেমন তোমার স্বার্থপরতা?



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link