Parbena Ferate

পারবেনা ফেরাতে আমাকে তুমি
শিশিরে লুকাও যদি, হবো বনভূমি
আঁধারে লুকাও যদি, হবো জোনাকি
পাথরে বেঁধেছি বুক, তুমি জানো কি?

তোমার সকালে হবো ভোরের আলো
কোন দিকে বলো তুমি ফেরাবে এই চোখ?
তোমার সকালে হবো ভোরের আলো
কোন দিকে বলো তুমি ফেরাবে এই চোখ?

ভুল করে একবার যদি তুমি ভাবো
হঠাৎ সামনে এসে হাতটি বাড়াবো

ভুল করে একবার যদি তুমি ভাবো
হঠাৎ সামনে এসে হাতটি বাড়াবো
আঁধারে লুকাও যদি, হবো জোনাকি
পাথরে বেঁধেছি বুক, তুমি জানো কি?

তোমার সকালে হবো ভোরের আলো
কোন দিকে বলো তুমি ফেরাবে এই চোখ?
তোমার সকালে হবো ভোরের আলো
কোন দিকে বলো তুমি ফেরাবে এই চোখ?

এ চোখে অঙ্কুর নেই অবশেষ
তোমার জন্য কাঁদে হৃদয়ে প্রদেশ

এ চোখে অঙ্কুর নেই অবশেষ
তোমার জন্য কাঁদে হৃদয়ে প্রদেশ
আঁধারে লুকাও যদি, হবো জোনাকি
পাথরে বেঁধেছি বুক, তুমি জানো কি?

তোমার সকালে হবো ভোরের আলো
কোন দিকে বলো তুমি ফেরাবে এই চোখ?
তোমার সকালে হবো ভোরের আলো
কোন দিকে বলো তুমি ফেরাবে এই চোখ?

পারবেনা ফেরাতে আমাকে তুমি
শিশিরে লুকাও যদি, হবো বনভূমি
আঁধারে লুকাও যদি, হবো জোনাকি
পাথরে বেঁধেছি বুক, তুমি জানো কি?

তোমার সকালে হবো ভোরের আলো
কোন দিকে বলো তুমি ফেরাবে এই চোখ?
তোমার সকালে হবো ভোরের আলো
কোন দিকে বলো তুমি ফেরাবে এই চোখ?



Credits
Writer(s): Nazmun Nahar, Rajesh
Lyrics powered by www.musixmatch.com

Link