Eto Goyna Beti Kothay Peli

এত গয়না, বেটি, কোথায় পেলি?
গয়না, বেটি, কোথায় পেলি? গয়না

সিংহীর উপর ধিঙ্গি হয়ে
সিংহীর উপর ধিঙ্গি হয়ে
বাপের বাড়ি চলে এলি

এত গয়না, বেটি, কোথায় পেলি? গয়না

অবস্থা তোর আছে জানা
ভাতের উপর নুন জোটে না, মা
অবস্থা তোর আছে জানা
ভাতের উপর নুন জোটে না, মা

তবে এত নবাবি কেন, মা
তবে এত নবাবি কেন, মা
পরে বেনারসী চেলি?

এত গয়না, বেটি, কোথায় পেলি? গয়না

শিব থাকে শ্মশানঘাটে
বুঝি ত্রিশূল দিয়ে সিঁধ কাটে, মা
শিব থাকে শ্মশানঘাটে
বুঝি ত্রিশূল দিয়ে সিঁধ কাটে, মা
ভক্তেরই সঞ্চিত ধন
তাই পরে বাহবা নিলি?

ছেলে দুটোর নলা ধরে
এনেছিস মা এমন করে
ছেলে দুটোর নলা ধরে, মা
ছেলে দুটোর নলা ধরে
এনেছিস মা এমন করে

এরা কি তোর সতীনপো, মা?
কোন গেঞ্জি দুটো কিনে দিলি?
এরা কি তোর সতীনপো, মা?
কোন গেঞ্জি দুটো কিনে দিলি?

গয়নার আসল নকল যায় না জানা
আসল নকল যায় না জানা
বোধহয় ওসব chemical-ই

এত গয়না, বেটি, কোথায় পেলি?
গয়না, বেটি, কোথায় পেলি? গয়না



Credits
Writer(s): Ramkumar Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link