O Se Hok Na Kalo

ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে
ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে

বটগাছের আঠার মতো
বটগাছের আঠার মতো জড়িয়ে ধরেছে

ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে
ও সে হোক না কালো

কালো আমার গিনিসোনা, পরের কাছে আর রাখবো না
কালো আমার গিনিসোনা
কালো আমার গিনিসোনা, পরের কাছে আর রাখবো না
ওগো টেরিকাটা কালো ছোঁড়া পাগল করেছে
আমায় টেরিকাটা কালো ছোঁড়া
টেরিকাটা কালো ছোঁড়া
টেরিকাটা কালো ছোঁড়া পাগল করেছে

হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে
ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে

বটগাছের আঠা
বটগাছের আঠার মতো জড়িয়ে ধরেছে

ও সে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে
ও সে হোক না কালো



Credits
Writer(s): Sridhar Katthwak
Lyrics powered by www.musixmatch.com

Link