Aji Shajhe Jomunay Go

আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো
তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো
আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো

তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে
তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে
সেই-যে দু'টি উতল আঁখি উছল করুণায় গো
সেই-যে দু'টি উতল আঁখি উছল করুণায় গো

আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো

আজ মনে মোর যে সুর বাজে
কেউ তা শোনে নাই কি
একলা প্রাণের কথা নিয়ে, একলা প্রাণের কথা নিয়ে
একলা এ দিন যায় কি
আজ মনে মোর যে সুর বাজে
কেউ তা শোনে নাই কি
একলা প্রাণের কথা নিয়ে, একলা প্রাণের কথা নিয়ে
একলা এ দিন যায় কি

যায় যাবে, সে ফিরে ফিরে
লুকিয়ে তুলে নেয় নি কি রে
আমার পরম বেদনখানি আপন বেদনায় গো
আমার পরম বেদনখানি আপন বেদনায় গো

আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো
তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো
আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link