Amar Sokol Roser Dhara

আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক না হারা
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক না হারা
আমার সকল রসের ধারা

জীবনে লাগুক পরশ
ভুবন ব্যেপে জাগুক হরষ
জীবন জুড়ে লাগুক পরশ
ভুবন ব্যেপে জাগুক হরষ
তোমার রূপে মরুক ডুবে
আমার দুটি আঁখিতারা

আমার সকল রসের ধারা

হারিয়ে যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার
হারিয়ে যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার
ছড়িয়ে পড়া আশাগুলি
কুড়িয়ে তুমি লও গো তুলি
ছড়িয়ে পড়া আশাগুলি
কুড়িয়ে তুমি লও গো তুলি
গলার হারে দোলাও তারে
গাঁথা তোমার করে সারা

আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক না হারা
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক না হারা
আমার সকল রসের ধারা



Credits
Writer(s): Rabindranath Tagore, Srabani Sen
Lyrics powered by www.musixmatch.com

Link