Nishitey Jaaio Phulabaney

নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে

জ্বালায়া দিলের বাতি
জেগে রবো সারা রাতি
কত রঙ্গে ধরবে ফুলের কলি রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে

নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে

নয় দরজা করিয়া বন্ধ লইয়ো ফুলের গন্ধ
জপিও ফুলের নাম রে ও ভোমরা
নিশিতে যাইও ফুলবনে

নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে

দল, পাতা, বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছে সাঁই
ভাবুক ছাড়া না বুঝে পন্ডিতে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে

নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে

অধীন শেখ ভানু বলে
ঢেউ খেলাইয়ো আপন দিলে রে
পদ্ম যেমন ভাসবে গঙ্গার জলে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে

নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে



Credits
Writer(s): Amar Pal
Lyrics powered by www.musixmatch.com

Link