Kalarey Kairo Go

কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসে না
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসে না
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি?
কার কুঞ্জেতে পোহায় নিশি
আমায় করে প্রবঞ্চনা?
সে যেন আমার কুঞ্জে আসে না

সখী গো...
জ্বালাইয়া মোমের বাতি
জাইগা রইলাম সারারাতি
বাসি হইলো ফুলের বিছানা
আমি মরমে জ্বলিয়া মরি
মরমে জ্বলিয়া মরি
নিঠুর শ্যাম কি জানে না?
সে যেন আমার কুঞ্জে আসে না

সখী গো...
প্রেম করা রাখালের সনে
সে কি প্রেমের মরম জানে
তোমরা কি তা জাইনেও জানো না?
সে যে বনে থাকে, ধেনু রাখে
বনে থাকে, ধেনু রাখে
নারীর বেদন জানে না
সে যেন আমার কুঞ্জে আসে না

কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসে না



Credits
Writer(s): Traditional, Amar Pal
Lyrics powered by www.musixmatch.com

Link