Ami Rupe Tomay

আমি রূপে তোমায় ভোলাব না
ভালোবাসায় ভোলাব
আমি হাত দিয়ে দ্বার খুলব না গো
গান দিয়ে দ্বার খোলাব
রূপে তোমায় ভোলাব না

ভরাব না ভূষণভারে
সাজাব না ফুলের হারে
ভরাব না ভূষণভারে
সাজাব না ফুলের হারে
প্রেমকে আমার মালা করে
প্রেমকে আমার মালা করে
গলায় তোমার দোলাব

রূপে তোমায় ভোলাব না

জানবে না কেউ কোন তুফানে
তরঙ্গদল নাচবে প্রাণে
জানবে না কেউ কোন তুফানে
তরঙ্গদল নাচবে প্রাণে
চাঁদের মতো অলখ টানে
চাঁদের মতো অলখ টানে
জোয়ারে ঢেউ তোলাব

রূপে তোমায় ভোলাব না
আমি রূপে তোমায় ভোলাব না



Credits
Writer(s): Traditional, Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link