Balo,Sakhi Bolo

বলো সখী, বলো তারি নাম
আমার কানে কানে
বলো, বলো, বলো, আমার কানে কানে
বলো সখী, বলো তারি নাম
আমার কানে কানে
বলো, বলো, বলো, আমার কানে কানে

যে নাম বাজে তোমার প্রাণের বীণার তানে তানে
যে নাম বাজে তোমার প্রাণের বীণার তানে তানে
বলো, বলো, আমার কানে কানে

বসন্তবাতাসে বনবীথিকায়
সে নাম মিলে যাবে
বিরহীবিহঙ্গকলগীতিকায়
সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে
বলো, বলো, বলো, আমার কানে কানে

বলো সখী, বলো তারি নাম
আমার কানে কানে
বলো, বলো, বলো, আমার কানে কানে

সে নয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে
নাহয় সখীদের মুখে মুখে
সে নাম দোলা খাবে সকৌতুকে
পূর্ণিমারাতে একা যবে
অকারণে মন উতলা হবে
সে নাম শুনাইব গানে গানে
বলো, বলো, বলো, আমার কানে কানে

বলো সখী, বলো তারি নাম
আমার কানে কানে
বলো, বলো, বলো, আমার কানে কানে



Credits
Writer(s): Traditional, Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link