Tumi Satero Ma Aasater Ma

তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে
তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে
তোমার স্নেহের মহিমা অপার
সৃষ্টির আধারে
তোমার স্নেহের মহিমা অপার
সৃষ্টির আধারে

তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে
তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে

রুপ ঢেকে মা ছদ্মবেশে
জ্ঞানের প্রদীপ জ্বালো এসে
রূপ ঢেকে মা ছদ্মবেশে
জ্ঞানের প্রদীপ জ্বালো এসে
সর্ব জীবে মাতৃরূপে
সর্ব জীবে মাতৃরূপে
ভালোমন্দ ভারে

তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে
তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে

মায়া করুণায় কমলা তুমি মা
মায়া করুণায় কমলা তুমি
শ্রী মা সারদা সেই তো তুমি

মায়া করুণায় কমলা তুমি
শ্রী মা সারদা সেই তো তুমি
কঠোরতায় ভৈরবী তবু
কঠোরতায় ভৈরবী তবু
আছো জানি সুন্দরে

সতেরও মা তুমি, অসতেরও মা
বাহিরে অন্তরে
তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে
তোমার স্নেহের মহিমা অপার
তোমার স্নেহের মহিমা অপার
সৃষ্টির আধারে

তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে
তুমি সতেরও মা, তুমি অসতেরও মা
বাহিরে অন্তরে



Credits
Writer(s): Anup Goshal
Lyrics powered by www.musixmatch.com

Link