Sri Ramkrishna Ma Sarada

শ্রী রামকৃষ্ণ মা সারদা দুটি দেহে একই মন
শ্রী রামকৃষ্ণ মা সারদা দুটি দেহে একই মন
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
শ্রী রামকৃষ্ণ মা সারদা দুটি দেহে একই মন
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ

শিব জ্ঞানে জীবের সেবায়
অভেদ ত্যাগের কোমলতায়
শিব জ্ঞানে জীবের সেবায়
মা গো
শিব জ্ঞানে জীবের সেবায়
অভেদ ত্যাগের কোমলতায়
অসাধারণ দিব্যলীলায় সত্য সনাতন
মা গো
অসাধারণ দিব্যলীলায় সত্য সনাতন
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
শ্রী রামকৃষ্ণ মা সারদা দুটি দেহে একই মন
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ

ঠাকুর জানি সত্য সরুপে
জানি সত্য সরুপে
মায়ের প্রকাশ ঐশী রুপে
ঠাকুর জানি সত্য সরুপে
মায়ের প্রকাশ ঐশী রুপে
একটি নীরব দীর্ঘ ধ্যানে
মা গো
একটি নীরব দীর্ঘ ধ্যানে
জীবন নিবেদন
মা গো
একটি নীরব দীর্ঘ ধ্যানে
জীবন নিবেদন
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
শ্রী রামকৃষ্ণ মা সারদা দুটি দেহে একই মন
শ্রী রামকৃষ্ণ মা সারদা দুটি দেহে একই মন
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ
জগৎ গুরু তুমি মাগো লক্ষী নারায়ণ



Credits
Writer(s): Ranjit Guha, Anup Ghoshal
Lyrics powered by www.musixmatch.com

Link