Ki Name Dakbo

কী নামে ডাকবো তোমায়?
নীল জোছনা
এক চিলতে রোদ্দুর হয়ে
আজ হেসো না
যদি তোমায় ছুঁতে পারি
দেবো মেঘের সাথে আড়ি
শুধু মন আকাশে হাওয়ায় মিশে
ছুটে আসো না
কী নামে ডাকবো তোমায়?
নীল জোছনা

যদি হাতে রাখো হাত
যত বাঁধা থাক
নিমিষেই দেবো পাড়ি
হুম আকাশের দেশে
যাবো ভেসে ভেসে

হয়ে মেঘদূত হয়ে

দেখো হয়ে যাবে ফুল
শত শত ভুল
যদি তুমি দাও হেসে
স্বপ্নেরও দেশে দুঃখরা শেষে
সুখ সাগরে যাবে ভেসে
তাই ভালোবাসাতে ফুল দিয়ে রঙ মোছ না

কী নামে ডাকবো তোমায়?
নীল জোছনা

তুমি যত ব্যথা দাও
যদি সুখ পাও
হাসিমুখে নেবো সবই (আ আ)
হুম বিরহের দেশে যাবো হেসে হেসে আমি
পাল তোলা তরী
দেখো হয়ে যাবে মিল
সাদা আর নীল
যদি তুমি দাও হেসে
কাছে তে এসে
সুখে তে ভেসে
মন আকাশে যাও গো মিশে
তাই ভালোবাসাতে ফুল দিয়ে নতুন জোছনা
কী নামে ডাকবো তোমায়?
নীল জোছনা
এক চিলতে রোদ্দুর হয়ে
আজ হেসো না
যদি তোমায় ছুঁতে পারি
দেবো মেঘের সাথে আড়ি
শুধু মন আকাশে হাওয়ায় মিশে
ছুটে আসো না
কী নামে ডাকবো তোমায়?
নীল জোছনা



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link