Chokhe Chokhe

তুমি চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলো না...
তুমি চোখে চোখে রাখো আমায়
তবু পিছু চলো না

তুমি চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলো না...
তুমি চোখে চোখে রাখো আমায়
তবু পিছু চলো না

তোমার চোখের ঐ চাহনি
কাঁপায় বুকের ঐ ধরণী
মনটা যে আর মানে না...

তুমি চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলো না...
তুমি চোখে চোখে রাখো আমায়
তবু পিছু চলো না

তোমার ওই নীল নীল চোখে
ঝরে বুঝি চাঁদের আলো
তুমি বুঝেও কেন বোঝো না
তোমাকে যে আমার লাগে ভালো

তোমার চোখের ঐ চাহনি
কাঁপায় বুকের ঐ ধরণী
মনটা যে আর মানে না

তুমি চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলো না
তুমি চোখে চোখে রাখো আমায়
তবু পিছু চলো না

তোমার ঐ কালো চুলে
দুলে যে ফাগুন হাওয়া
তোমার জন্য সারাটি দিন
আমার এ মধুর পথ চাওয়া

তোমার চোখের ঐ চাহনি
কাঁপায় বুকের ঐ ধরণী
মনটা যে আর মানে না

তুমি চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলো না...
তুমি চোখে চোখে রাখো আমায়
তবু পিছু চলো না

তুমি চোখে চোখে কথা বলো
মুখে কিছু বলো না...
তুমি চোখে চোখে রাখো আমায়
তবু পিছু চলো না



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link