Sokhi Kare Dake Oi Bashi

সখী, কারে ডাকে ঐ বাঁশি নাম ধরিয়া
তুই দে না বলিয়া
সখী, কারে ডাকে ঐ বাঁশি নাম ধরিয়া
তুই দে না বলিয়া

আমি হৃদয় আসনে তারে
বসাবো যতন করে
খোঁপাতে রাখিবো গাঁথিয়া
তারে দে না আনিয়া

সখী, কারে ডাকে ঐ বাঁশি নাম ধরিয়া
তুই দে না বলিয়া

কহিতে শরম লাগে
অধরে কাঁপন জাগে
কহিতে শরম লাগে
অধরে কাঁপন জাগে
মরেছি আমি, সখী, মরার আগে

আমি দেখিবো নয়ন ভরে
কাজল করিয়া তারে
নয়নে রাখিবো আঁকিয়া
তারে দে না আনিয়া

সখী, কারে ডাকে ঐ বাঁশি নাম ধরিয়া
তুই দে না বলিয়া

বলে যা বলুক লোকে
পরান সঁপিবো তাকে
বলে যা বলুক লোকে
পরান সঁপিবো তাকে
পিরিতি আগুনে সখী পুড়াবো তাকে

আমি সারাটি জনম ধরে
আপন করিয়া তারে
আঁচলে রাখিবো বাঁধিয়া
তারে দে না আনিয়া

সখী, কারে ডাকে ঐ বাঁশি নাম ধরিয়া
তুই দে না বলিয়া

আমি হৃদয় আসনে তারে
বসাবো যতন করে
খোঁপাতে রাখিবো গাঁথিয়া
তারে দে না আনিয়া

সখী, কারে ডাকে ঐ বাঁশি নাম ধরিয়া
তুই দে না বলিয়া



Credits
Writer(s): Alam Khan, Manirujjaman Manir
Lyrics powered by www.musixmatch.com

Link