Shishu Kal Chilo Bhalo

শিশুকাল ছিল ভালো
শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিলো?
শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিলো?
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?

শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিলো?
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?

বাগান আছে পইড়া খালি, নাই রে সেথা বনমালী
শরমে পথ চলি, ফুলে ফুলে ঢলাঢলি
বাগান আছে পইড়া খালি, নাই রে সেথা বনমালী
শরমে পথ চলি, ফুলে ফুলে ঢলাঢলি

মালী ছাড়া ফুলের কদর
মালী ছাড়া ফুলের কদর
মালী ছাড়া ফুলের কদর অন্য কেউ না জানিলো
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?

শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিলো?
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?

মনেতে এত জ্বালা, কারও কাছে যায় না বলা
গাঙেতে এত পানি, ঢেউয়ে ঢেউয়ে কানাকানি
মনেতে এত জ্বালা, কারও কাছে যায় না বলা
গাঙেতে এত পানি, ঢেউয়ে ঢেউয়ে কানাকানি

ইচ্ছা করে সেই পানিতে
ইচ্ছা করে সেই পানিতে
ইচ্ছা করে সেই পানিতে ডুইবা আমি মরি লো
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?

শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিলো?
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?
বাগিচায় ফুল ফুটিলো, কোকিল কেন ডাকিলো?



Credits
Writer(s): Manirujjaman Manir, Alam Khan
Lyrics powered by www.musixmatch.com

Link