Eto Betha Rakhbo Ki Kore

এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?
এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?
এত বড় পৃথিবীতে তুমি ছাড়া সারাজীবন থাকবো কী করে?
এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?

ভালোবেসে সব হারাবো যদি জানতাম
তাহলে কি আর আমি ভালোবাসতাম?
ভালোবেসে সব হারাবো যদি জানতাম
তাহলে কি আর আমি ভালোবাসতাম?
তুমি বলো সব হারিয়ে এখন আমি বাঁচবো কী করে?

এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?
এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?

ভালোবেসে মন পড়াবো যদি জানতাম
তাহলে কি চোখের জলে আমি ভাসতাম?
ভালোবেসে মন পড়াবো যদি জানতাম
তাহলে কি চোখের জলে আমি ভাসতাম?
তুমি বলো সব হারিয়ে এখন আমি হাসবো কী করে?

এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?
এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?
এত বড় পৃথিবীতে তুমি ছাড়া সারাজীবন থাকবো কী করে?
এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?
এতটুকু বুকের ভেতর এত ব্যথা রাখবো কী করে?



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link