Jonmo Tader Ajonmo Pap

ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
পেটের দায়ে খেটে মরে সকাল থেকে রাত
ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
পেটের দায়ে খেটে মরে সকাল থেকে রাত
ভুলে গেছে হাসি তারা, ভুলে গেছে খেলা
জন্ম তাদের আজন্ম পাপ, জুটছে অবহেলা

ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
পেটের দায়ে খেটে মরে সকাল থেকে রাত

এক মুঠো ভাত কষ্টে জোটে শ্রম বিয়োগের দামে
ভাগ্য দোষে জন্মালো যে ছিন্নমূল নামে
ঘর মোছা আর বাসন মাজা হলো জীবনসঙ্গী
কেউবা আবার সকাল সন্ধ্যা কারখানাতে বন্দী
যে শিশুরা স্বপ্ন ভুলে খাটছে সারাবেলা
জন্ম তাদের আজন্ম পাপ, জুটছে অবহেলা

ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
পেটের দায়ে খেটে মরে সকাল থেকে রাত

আজ যে শিশু, কাল সে নাকি এ জাতির ভবিষ্যত
তবে কেন ঠিকানা তার ধুলোমাখা পথ?
কেন তাদের জীবন এমন চলছে অনাদরে?
এমন কি কেউ নেই যারা ভাববে তাদের তরে?
জীবন স্রোতে সঙ্গী যাদের অনিশ্চিতের ভেলা
জন্ম তাদের আজন্ম পাপ, জুটছে অবহেলা

ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট দু'টি হাত
পেটের দায়ে খেটে মরে সকাল থেকে রাত
ভুলে গেছে হাসি তারা, ভুলে গেছে খেলা
জন্ম তাদের আজন্ম পাপ, জুটছে অবহেলা



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link