Majhrattire Chander Kaste

মাঝরাত্তিরে চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে

মাঝরাত্তিরে চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে

বেখাপ্পা যুগে আবছায়া রাত
জাপটে ধরছে অদৃশ্য হাত
নীরবে দেখছে চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে

মাঝরাত্তিরে চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে

অনেক আলোকবর্ষ পেরিয়ে
আদিম তারার সংকেত নিয়ে
আলো এসে দেখে চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে

অন্ধকারের প্রতিদ্বন্দ্বী
আকাশেরও আছে দুরভিসন্ধি
অন্ধকারের প্রতিদ্বন্দ্বী
আকাশেরও আছে দুরভিসন্ধি
চুপিসারে দেখে চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে

ঘাপটি মারছে আকাল পেঁচা
রাত বলে, আস্তে চেঁচা
আড়চোখে দেখ চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে

জেগে থাকা এক...
জেগে থাকা এক কুকুরের চোখে
নিশুত রাতের মন্ত্রণা ঢোকে
মুখ তুলে দেখে চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে

ঝোপঝাড়ে যত জোনাকী ছিল
ভয় পেয়ে আলো নিভিয়ে দিলো
ঝোপঝাড়ে যত জোনাকী ছিল
ভয় পেয়ে আলো নিভিয়ে দিলো
উঁকি দিয়ে দেখে চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে

কোথায় পড়বে কাস্তের কোপ
চিন্তিত ফণীমনসার ঝোপ
ভাবছে না শুধু চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে

ভাবছে না শুধু চাঁদের কাস্তে
ধারালো হচ্ছে আস্তে আস্তে
আস্তে আস্তে



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link