Danpite

বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে
বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে
ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে
বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে
ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে
বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে

বাঁ হাতে চটের ব্যাগ, ভারী আর বেঢপ চেহারা
বাঁ হাতে চটের ব্যাগ, ভারী আর বেঢপ চেহারা
হঠাৎ লাফিয়ে ওঠে footboard-এ ফস্কায়
"এই গেল, গেল বুঝি!" পেছনের হাতল হাঁপায়

মরার সময় নেই লোকটার, উঠতেই হবে
নয়তো থলিটা তার দূরে দূরে পৌঁছবে কবে
মরার সময় নেই লোকটার, উঠতেই হবে
নয়তো থলিটা তার দূরে দূরে পৌঁছবে কবে

দূরে যাবে বাসটাও, ইঞ্জিনে গতির বড়াই
দূরে যাবে বাসটাও, ইঞ্জিনে গতির বড়াই
লোকটাও দমবে না, থামবে না বাঁচার লড়াই
পড়ি-কি-মরির জোরে শেষমেশ footboard-এ উঠে
দেখলো লোকটা ঠিক দু'-তিনটে হাত যায় জুটে

রোজকার মতো আজও লোকটা অনেক দূর যাবে
ডানপিটে লোকটাকে কারা কোন যুদ্ধে হারাবে?
রোজকার মতো আজও লোকটা অনেক দূর যাবে
ডানপিটে লোকটাকে কারা কোন যুদ্ধে হারাবে?



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link